আপডেট: জুলাই ৫, ২০২০
নেক্সটনিউজ ডেস্ক : আমাদের কাছে হারের পর ভারতীয় ক্রিকেটাররা মাফ চাইতো, একটি ইউটিউব চ্যানেলে এমন মন্তব্যই করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। সদ্যই করোনাভাইরাস থেকে মুক্তি পেয়েছেন আফ্রিদি। সুস্থ হয়েই বিতর্কিত মন্তব্য করে বসলেন তিনি। তার এমন বক্তব্যে চটেছে ভারতীয় ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আফ্রিদিকে নিয়ে ক্ষোভ ঝাড়ছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা।
আফ্রিদি বলেন, ‘ভারতের বিপক্ষে খেলা সব সময়ই উপভোগ করতাম। আমাদের কাছে অনেক ম্যাচ হেরেছে তারা। এত হারের কারনে খেলা শেষে ভারতের ক্রিকেটাররা আমাদের কাছে এসে মাফও চাইতো। ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলে আনন্দ পেতাম। তারা ভালো দল, বড় দল। তাদের কন্ডিশনে গিয়ে পারর্ফম করাটা ছিল দারুণ কিছু। তাদের হারাতে পারাটাও অনেক বড় অর্জন ছিলো।’
১৯৯৯ সালে ভারত সফরে চেন্নাই টেস্টে ১৪১ রানের ইনিংস খেলেছিলেন আফ্রিদি। ভারতের মাটিতে ১৪১ রানের ইনিংসকে তাঁর ক্যারিয়ারের সেরা বলে মনে করেন তিনি, ‘সেই ১৪১ রানের ইনিংস আমার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ইনিংস। ১৯৯৯ সালে ভারত সফরে আমার প্রথমে যাওয়ার কথা ছিল না। আমাকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু ওয়াসিম ভাই (ওয়াসিম আকরাম) নির্বাচকদের সঙ্গে লড়াই করেই আমাকে দলে নিয়েছিলেন। কঠিন সে সফরে ওই ইনিংসটি ছিল ওয়াসিম ভাই ও আমার মুখরক্ষার জন্য খুবই গুরুত্ব¡পূর্ণ।’
ভারতের বিপক্ষে ৬৭টি ওয়ানডে ও ৮টি টেস্ট খেলেছেন আফ্রিদি। ওয়ানডেতে ১,৫২৪ ও টেস্টে ৭০৯ রান করেছেন তিনি। ভারতের বিপক্ষে টেস্টে ৩টি ও ওয়ানডেতে দু’টি সেঞ্চুরি করেছেন আফ্রিদি। খবর বাসস।