হারুনুর রশিদ, নরসিংদী থেকে : করোনা ভাইরাসে সারাবিশ্ব যেখানে স্তব্ধতা নেমে এসেছে তার ন্যায় বাংলাদেশের মানুষ ও চরম বিপাকের মাঝে জীবন যাপন করে যাচ্ছে, নিন্ম, মধ্যবিত্ত মানুষন গুলো সামান্য কিছু ত্রান-সাহায্য পাওয়ার জন্য পথ চেয়ে বসে আছে সেই সব অসুহায় গরীব মানুষ গুলো। তাদের মুখে একটু হাসি ফুটানোর লক্ষ্যে নিজ উদ্যোগে এই ত্রান সামগ্রী বিতরণ করেন
“মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত রাশেদা বেগম ও জান্নাতের স্মরণে” উপজেলার মির্জাপুর ইউনিয়নে আজ ০৯ মে সকাল থেকে সারাদিন ব্যাপি মির্জাপুর ইউনিয়নের ৬৫০ টি গরীব অসুহায় পরিবারের মাঝে নিজ অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, মির্জাপুর ইউনিয়নের ৯ নং ওয়াডের পিরপুর আজিম বেপারীর বাড়ির সাবেক মেম্বার হাজী মোঃ রয়িছ মিয়ার অর্থায়নে সার্বিক তত্ত্বাবধানে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয় ।